একটু একটু করে আখের গুছিয়ে নিচ্ছি
ফুলেফেঁপে উঠছে আমার গায়ে গতরের চর্বি
নিস্কন্ঠক এক টুকরো জমিনে উঠেছে পাকা দালান
এবার তবে কে ঠেকায় আমার সুখের বেসাতি।
রক্তপথ মাড়িয়ে এসে আজ আমি সুখের স্বপন দেখি
কী ভীষণ একরোখা জেদে দুনিয়াকে পাল্টে দিতে চাই
আটপৌরে জীবনকে ঝেড়েমুছে ভদ্দরলোক হয়ে উঠি
আমি আজ সুখের ঠিকাদারীটার একচ্ছত্র অধিপতি।


এসব নোংরা ঝঞ্জাট কেন যে রাস্তায় পড়ে থাকে
পথের কুকুরের ন্যায় ভিখিরীগুলো ঘ্যান ঘ্যান করে
ঘামের গন্ধে ছোটলোক গুলোর কাছে ঘেঁষা দায়!
মরে না কেন এসব হাড় হাভাতে হতভাগার দল
হ্যারিয়ার জিপ গাড়িটায় কী ভয়ানক ধূলোর আস্তরণ
শীতাতপে শুয়ে শুয়ে শুনব লেডি গাগা দারুণ গায়।


রুবু মুন্নাফ
১৩-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।