কতটা তবে তুমি লুকিয়ে রবে শহুরে রাস্তায়
এই কোলাহল, যান্ত্রিক জীবন, কতটা তোমার আস্থায়।
কি খুঁজবে বদ্ধ নগরে কোথায় পাবে নির্মল বাতাস
তার চেয়ে কী এই ভালো না দেহাতিতে নিবো শ্বাস।


এই শহরে অবাক মানুষ ছুটে চলে কোন তেপান্তরে
কার পাশে যে মুগ্ধ বিস্ময় কতটুকু সে খবর জানে,
শাপলা আছে এখানেও সিমেন্টের বাঁধা ঘরে
দোয়েলের ডানা মেলতে মানা আকাশের স্বপ্ন বুনে।


তোমাকে দেখেছি চলতি পথে কি আকুল নয়নে
রঙিন ফ্রেমের চিকন চশমায় আরক্তিম বদনে।
কি যেন ছলে হঠাৎ করে আড় চোখে তাকালে
নখের ডগায় লাল রঙে মুখ রেখে আড়ালে।
এরপরই ঝুপ করে নিরুদ্দেশে হারালে, শহুরে ভীড়ে
মুখস্থ মানুষের মাঝেও তুমি কোথায় যেন হারালে।


তোমাকে খুঁজবো আনাচেকানাচে বারিধারার রাস্তায়
মুক্তাঙ্গনের ছোট ময়দানে আর সার্কের ফোয়ারায়,
রায়সাহেবের বাজার থেকে বংশালের গলির মাথায়
কোথায় পালাবে তুমি খুঁজবো শহরের প্রতিটি কোনায়।
অথবা আজই বেরিয়ে পড়বো বাংলাদেশের পথে
যেথায় তুমি মেলবে ডানা পাখির উড়ার সাথে।
তোমাকে খুঁজবো অচেনা পথের গাঁয়ের পথ ধরে
এমনি করে সারাদেশটায় খুঁজবো পালা করে।


রুবু মুন্নাফ
২৬-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।