আমরা একটা গল্প নিয়ে বাঁচি,
যেথায় আছে সুখ
আর আছে দুখ
দুটোই থাকে কাছাকাছি।
কয়েকটি পাতা লিখি
মাঝে মাঝে বসে থাকি
এর মাঝেই ধুলো জমে যায়
জীবনের বাঁক পাল্টায়;
জীবনটা কেন এমন হয়
পবিত্র কবিতার নয়।
গল্পে গল্পে বেলা বয়ে যায়
পাত্র পাত্রী পাল্টায়
শুধু পাল্টানো যায় না চূড়ান্ত বেলা
একেঁবেঁকে বয়ে চলা গল্পের পথচলা।
যদি ভাল না লাগে, দুটো পাতা ছিঁড়ে
নতুন করে লিখলে ভালো হত,
হায়! জীবনটা যদি এমন হত
তবে লিখে চলতাম অবিরাম, অবিরত।


রুবু মুন্নাফ
০৩-০৭-১৩
নবাব কাটারা, ঢাকা।