এ কেমন ঘোর, ভালোলাগা ভোর
আসে না কেন ছেড়ে যাবার ভাবনা!
কত মিষ্টি জল, এ পৃথিবীর ফুল ফল
তবু আমি সব ছেড়ে যাব নেই অনুশোচনা।
মেলেছে আকাশে পাখনা, মহাপতঙ্গের ডানা
ত্রিভুবনের বুকে আছড়ে গেল ভালোবাসার ঠিকানা,
কে আমায় করবে মানা, আমি ও চলেছি দূর অজানা
নিউরনে নাকি গন্ডগোল অথচ হাহাকার কেউ বুঝল না।


আমার ভালোবাসার ঘর, হয়েছে চিরতরে পর
আবিদ কী জানে না তাকে ছাড়া আমি বাঁচবো না!
আফসানারা চিরায়াত বাঙালি নারীর খোলস ছাড়ে না।
কী বোকা ডাক্তার, মাথা ছিঁড়েখুঁড়ে দেখার কী দরকার
আমার ব্যথা তো মাথায় না হৃদয়টা খুলে দেখো একবার
আমি করেছি সব আয়োজন স্বামীর বুকে ঘুমোবার।


রুবু মুন্নাফ
২৩-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।