আলো আজ বন্ধিত্ব বরন করল আঁধারের শেকলে, কেবলি গর্তের আবর্তে লুকায় প্রক্ষেপ,
টিমটিমে জ্বলা সলতেয় হাতড়ায় সভ্যতার দাসত্ব
আপন সভ্যতার নতুন মেরুকরণ অস্থির কঙ্কালে।
হাতের মুঠোয় লুকায় গিরগিটির সন্তানেরা
প্রক্ষেপণ সামনে মনে হয় আলেয়ার কিসে ভ্রুক্ষেপ।


পলিথিনে মুড়ে দেয়া অপুষ্ট ভ্রূণে মানবের ভবিষৎ,
কুমারী মায়ের বেখেয়ালের ফসল ডাস্টবিনের বর্জ্য
উন্মত্ত কামের পৌরুষতায় ধ্বংস বিবেকের গ্লানি
আড়ষ্ট বদ্ধতায় খোঁজো;কোথায় ঘুমায় সৎ আর মহৎ।
কিসের আশায় বসত, আটপৌরে জীবন কতদিন
আলো তবে কেন হবে লীন, আঁধারের বুকে অমলিন।
বাঁচার বোঝা ভারী এত কেন,
কেন মুখ লুকায় আত্মজা?
কতটা পাপেও বিবেক জাগে না আত্মজের
সদর্পে উড়ায় নিশান, শ্রেষ্ঠত্বের মানব ধ্বজা!


রুবু মুন্নাফ
১৬-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।