আমি জানি না কোন সমীকরণে
মন দেয়া নেয়া প্রমাণিত হলো
ছক বাঁধা নিয়মে অংক কষে দু'দিক মিলে গেলো।
কিছুটা কী ভগ্নাংশও অবশিষ্ট ছিলো না!
জীবন কী তাহলে সান বাঁধানো রাজপথ
কোথাও কানা গলির অস্তিত্ব নেই
দুটি হাতে হাত ধরে চিরকালীন হেঁটে হেঁটে চলা।
আমি তো বরং উল্টোটা চেয়েছি -
একটা তো মৌলিক কিছু অবশিষ্ট থাকুক,
আমার বয়ামে মুঠোয় ভরে পুরো করে রাখি
কিছু ভগ্নাংশ দুঃখগাঁথা;
বিক্ষিপ্ততার চেয়ে বরং কিছুটা তো থিতু হোক।
যোগ-বিয়োগের হিসেব নিকেশ কী জীবনের খেরোখাতায় সমান ফলাফল দেয়
কিছুটাতো অতৃপ্তির সাধ থাকা চাই
না হলে কিভাবে জানব মানব জনমের নশ্বরতা।
সহজ সমীকরণ হয়তো ভুলে থাকার ভান করি
আমাদের জীবাশ্ম ফিরে ফিরে আসে অবিনশ্বর প্রাণে
মাটির বুকে যে নতুন জীবন গান গায়
তাতে আমাদের শরীর মিশে আছে জীবনের আহবানে।


রুবু মুন্নাফ
২৮-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।