কবিতারা আজ কত বোকা
শুধুই এদিক ওদিক উদেশ্যহীন ঘুরে বেড়ায়,
তাদের কী ঘর হবে না!
এ রকম নিরালম্ব কে হতে চায়?


পাখি সব করে রব, মনে হয় বকবক
কী ভুলে দিশাহীন শব্দের শতদল,
কবিতা কতকাল এভাবে যায় আনক
বলে যাও চলে যাও বাড়িয়ে কলরোল।


ভুল পথ কী ভুলে ছুটে যায় সংসার
কী মানে এই সব শ্রীহীন বাগানের।
ফুটে ফুল দুই কূল উপচিড়ে সমানে
কবিতারা ছুটে তবু বেভুলে আনমনে।


বোকা লোক বাঁধে আজ কবিতার পংক্তি
মানহীন বানানে বাক্সে বসতি,
একী লাজ করে সাজ কবিতা চায় মুক্তি
দিশারী কবিতার ঘুম ঘুম বেসাতি।


রুবু মুন্নাফ
২৭-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।