নৈঃশব্দ্যরা খেলা করে,
সাদা ময়লা দূসর স্মৃতি জেগে উঠে গুনগুন সুরে
এলোকেশ মৃদু হাসি- পান্থশালায় প্রহর গুনে
বনাঞ্জলি পাতা ঝরায় বসন্তের আগাম সুরে।


কৈশোর মনে উন্মাতাল ঝড় হিরন্ময় চারপাশ
এক পলকের অবাক চাহনি এক পৃথিবীর সর্বনাশ।


হৃদ কম্পন, উন্মনা মন, চকিত চাহনির হরিণী
অজানা স্পর্শ,  ভীরু তর্জনী, ক্ষণে ক্ষণে কেঁপে উঠে
লাজে রাঙা কপোল, দুরুদুরু বুকে অসীম প্রতীক্ষা
মৃন্ময়ী মনের মণিকোঠা রঙিনের অপার অপেক্ষা।


রাত্রিশেষের ঘোর লাগা ঘুমে পতঞ্জলি ঝরে পড়ে
বকুলের টানে যামিনীর পানে ঘর বাহির করে।


বনের পাখিরা নব উদ্দমে নতুনেরে কাছে টানে,
ঘরের পাখি ডানা ঝাপটায় কি জানি কি হারায়ে-
ঝাপসা চোখ আরশির পানে বারে বারে প্রশ্ন করে
অপার বিস্ময়, অতৃপ্ত বাসনা, কি এই ভালবাসার মানে।


রুবু মুন্নাফ
০৭-০৬-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।