আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার
ভেসে গেল বানের জলে, আমি হলাম পর।
সুদূর মহাজন, করে আয়োজন, মুচকি হাসি হেসে
সুখের বেসাতি, হায় রে নিয়তি, সব গেল জোয়ারে ভেসে।
গরুর বাথান, ফসলি জমি নিমেষেই নিয়ে গেল ঢলে
পোসাইডনের আক্রোশে নিষ্পলা জমিনও থৈ থৈ করে জলে।
বাঁধের আশ্রয়ে নতুন মুখ খাবারের খোঁজ করে
মাতৃবৃন্তে দুধের ধারা নেই চুষে চুষে হয়রান হয়ে মরে।
নিষ্ঠুর হাসি হাসে লিলিথ ভুল জনমের কারনে
আদমেরে ভ্রূকুটি করে উত্তর প্রজন্মের হীন অপমানে।
সারি সারি ঘর বানের জলে হেঁটে হেঁটে চলে
অবলা প্রাণীর করুন চাহনি আমাদের কি জানি বলে!
ঐ দূর আকাশপানে মিটি মিটি তারা জ্বলে
এই মহাকালের হবে অবসান বিধাতা তুমি সহায় হলে।


রুবু মুন্নাফ
১৯-০৮-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।