বিউটিফুল বাংলাদেশ, বিউটিদের নয়
একই ফুল, একই ফল, একই চোখের নোনাজল,
তবু দেখ শ্বাস বুঝি দুটো রকমফের হয়
বুকে লাল চিরকাল ঘিরে থাকা চিরসবুজ মহাকাল।
দেখ মৃত্যু একি মৃত্যু মুখ থুবড়ে পড়ে রয়
কি লালসায় নিজ দুহিতা মহাঘুমে শুধু ঘুমায়।
দেখ সবুজ ওরে অবুঝ মাঠ-ঘাট আজ মুখরিত
একি রক্ত এত রক্ত ভিজে মাঠে নত মুখ আনত।


ভাটিভূমে হাসন রাজা দেখ গুনগুন আজ গান গায়
জলে ভাসা পদ্ম বুঝি কামাগুনে জ্বলে পুড়ে যায়।
বোন বিউটি জানো নাকি পুরুষ আমরা অতি অব্যয়
তুমি লাঞ্ছিত সম্ভ্রম লুন্ঠিত মৃত্যুই মুক্তি দিয়েছে নিশ্চয়।
হায় মুক্তি চিরমুক্তি ক্ষত বিক্ষত তোমার দেহে সারাদেশ
এই কী চেয়েছি কে করেছে বিবসনা আজ বাংলাদেশ।


রুবু মুন্নাফ
২৯-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।