আমার অন্তরাত্মা কুঁকড়ে আছে কতগুলো বিলাসী দুঃখ নিয়ে;
সে দুঃখ মরা নদীর মত, সেখানে এতটুকুন স্রোত নেই; কেবলই স্থির গুমোট ভাব।


-নিঃসঙ্গ তাল গাছ দাঁড়িয়ে থাকতে দেখেছ;
দেখেছ কী কেমন হাঁ করে আকাশ ছুঁতে চায় !
কিন্তু নিশ্চল দাঁড়িয়ে থেকে করুণা ভিক্ষা ছাড়া
কীই বা করার থাকে। আকাশের কূল পাওয়া দায়।


দুটি চায়ের পাতার মাঝে কতটুকুই বা ফারাক
তবু তারা দু'জন আলাদা; কেউ কারো নয়।
কত কাছাকাছি বসবাস; ঝড় বাদলের সমান ভাগীদার-
তবু তারা কেউ কারো নয়। দুঃখ গুলো আলাদা আলাদা সয়।  


রুবু মুন্নাফ
০৮-০৪-২০১৫
দিলকুশা, ঢাকা।