কি মনে হয়- ভাঙ্গন কী একমুখো স্রোতে হয়
নাকি তাতেও মিশে থাকে প্রত্যয়,
ভেঙ্গে বরং গা ভাসাই অচেনা পথের কানাগলিতে
হাতড়ে বেড়াই এক অনিমিখি চাতকের আকাঙ্খায়।
এসো বাঁধ টেনে ধরি, আলগা করো যূথের সারথি
সকাশে এসো তবে একসাথে হোক সুখের আরতি।
এ কী আমারই চেনা মুখ নাকি আয়নায় কারো প্রতিবিম্ব
তবে কেন এত ভয়, যেতে স্রোতের বিরুদ্ধতায়;
অচেনা বিস্ময় বুঝি হজম করা সাধারণের কর্ম নয়
এ আমারই মন, এক আজব পলাতক হৃদয়।
শূন্য হাত ছুড়ে মারে আপন ক্রোধের উপসমে
মুষ্টিবদ্ধ হাত ফিরে আসে বুকের ব্যথায় টান মারে,
অবিনাশী স্রোত বাঁধ ভেঙ্গে ছুটে ছুটে আসে
ধ্বংস, ধ্বংস, শুধুই ধ্বংসের সব আয়োজন পূর্ণ করে।


রুবু মুন্নাফ
১০-০৩-২০১৮
গুলশান - ২, ঢাকা।