ছেলেটির খুব শখ ছিল আকাশে বানাবে বাড়ি
আকাশগঙ্গায় ছুটে চলবে ভূলোক দ্যুলোক ছাড়ি।
ভাবুক চোখে তাকিয়ে থাকতো অনিশ্চিত এক পথে
হাওয়ার গাড়ি ছুটাতে চাইতে উল্টো যাত্রার রথে।
মেয়েটি খুব নাদুসনুদুস হাসলে পড়ত টোল
অবাক চোখে দেখত চেয়ে সূর্য কতো গোল।
চাঁদের বুড়ির গল্প শুনে চোখ জড়িয়ে রাতে
কোহকাফ শহর মাথায় ঘুরত জ্বিন পরীদের সাথে।


আকাশে যে বসত গড়ে মন সরিয়ে রাখে
গল্প শোনা মেয়েটিও ঘুমায় মাটির বুকে।
দুঃখ পুষে ছোট্ট বুকে একলা আনমনে
কোথায় বসত কিসের বাড়ী গুমরায় শূন্য মনে।
আকাশবাড়ী অলীক ছাড়ি বুঝতে পারলো ভুল
ছেলেটিও ঘুমিয়ে গেল গল্প বুড়ির কোল।


রুবু মুন্নাফ
০১-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী,ঢাকা।