ঐ দেখো কে আসে ছুটিয়ে বোররাক
বদরের প্রান্তরে মহানবী হজরত,
উঠে ঝড়, মরুঝড়, আল আরিমার পাদদেশে
ওতবার বর্ম ছিঁড়েফুঁড়ে সায়মুমে যায় মিশে
মুহাজির আর আনসারে দেখাল কি হিম্মত।
আওস আর খাজরাজে কোনঠাসা কুরাইশ
কোথা যাবে তেড়েফুঁড়ে নাই তো কোন দিশ।
মহাবীর হামজা, আলী আর আবু উবায়দা
হাতে হাতে লড়ে যায় কাফেরের পেয়াদা।
অদ্বিতীয় হজরত দিয়ে যায় মন্ত্র - নিয়মানুবর্তিতার
লড়ে যায় তিনশো তেরোজন আশা নিয়ে মৃত্যু শহীদের।
সাবাস ভাই মুআজ আর মুআওয়েজ মনে বড় শান্তি
আবু জাহেলের রক্তে রঞ্জিত কাফেরের প্রনতি।
যায়, যায়, পালিয়ে ঐ যে সহস্র কুরাইশের পিছুটান
উট আর ঘোড়া রেখে সাথে তাদের বন্ধী প্রিয়জন।
দেখ, দেখ, উড়ে ঐ ইসলামের পতাকা মদিনায়
যায় বীর, যায় ঐ তুলে নিয়ে পতাকা বদরের রাস্তায়।
আজ কোথায় ঘুমিয়ে সেই বীর মক্কা, মদিনা, সিরিয়ায়
গাজা আর আরাকান হয়ে আছে মৃত্যুর ঠিকানা,
উঠো বীর, ঘুম ছাড়ো, চেপে ধর কাফেরের নিশানা।


রুবু মুন্নাফ
০৩-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।