মঙ্গল ধ্বণি তুলে; বাসন্তী রং শাড়ী পরে, রমণীরা সব যাচ্ছে কোথায়
-রমণার বটমূলে; পুরনোকে ঝেড়ে ফেলে, যায় রে সবায় যায়
বৈশাখী মেলায় যায় ।


দলে দলে ছেলে বুড়ো পাঞ্জাবী পাজামায়
যায় রে কোথায় যায় ?
বসেছে বৈশাখী মেলা, বাঙালীর প্রাণের খেলা
যায় রে সবায় যায় -রমণার বটমূলে যায় ।


পুরনোকে ভুলে গিয়ে
সব কিছু ঝেড়ে নিয়ে
নতুনে করে আবাহন,
বাঙালীর প্রাণের মেলা, ভেসেছে সুখের ভেলা
দিকে দিকে শুরু হল একি জাগরণ ।


এল আজ বৈশাখ
সেজেছে নতুন সাজ
সারা দেশ মিলে আজ
মেতেছে আবেশে সুখে
বৈশাখী সুখ মেখে ।


রুবু মুন্নাফ
০৮-০৪-২০১৩
নবাব কাটারা, ঢাকা।