মেঘ জানে না, মেঘ মানে না, সূর্য দিল ডুব
ডাক গুড়গুড়, ডাক গুড়গুড়, মেঘের কত রূপ
ঈশান কোণের আলো ছায়ায়, বিজলি মেয়ে চমকায়
গাঁয়ের বধূ ঘেমটা তালে ঠমকে ঠমকে পার হয়।
সুপারী বনে ঢেউ উঠেছে পূবালী হাওয়ার দমকে
ধানের শীষে লাজ লেগেছে ছুঁয়ে দিয়েছে মাটিকে।
ঘুঘুর ছানা মেলেছে ডানা নীড়ের বুঝি হলো শেষ
জড়িয়ে রেখে মা পাখিটি ঝড়ের বিরুদ্ধতায় অশেষ।
বৃষ্টি এলো, ঘুম পুরালো, কেঁচো বুড়ি থমকায়
ব্যাঙের বিয়ের ধুম লেগেছে ঘ্যাঙর ঘ্যাঙর ডেকে যায়।
ঘরের চালে রিনিঝিনি বৃষ্টি ফোঁটার ধুম
চোখ জুড়ালো, মন জুড়ালো, আয়রে আয় চোখে ঘুম।


রুবু মুন্নাফ
১৪-০৪-২০১৮
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।