আজ কিসের আশায় এই রাত জেগে থাকা
অঝোরে যে কান্না ঝরে তার বুকে কিসের এত ব্যথা,
আকাশের কিসের কান্না কেউ তা জানতে চায় না
ঝরো ঝরো বৃষ্টির সুর বুঝি প্রিয় শোকের বারতা।
বিদুৎ মেয়ে বুঝি জেনে শুনে চমকে চমকিত করে
দেখতে চায় কতটা বৃষ্টির জল কান্না হয়ে ঝরে।
ও আকাশ জেনে রাখো তোমার কান্নার জল আমারও
তুমি যা জম জম করে ঢেলে দাও
তা প্রতিটি ফোঁটায় ফোঁটায় আমার বুকের রক্ত ঝরানো।
আজ আমি রাতজাগা পাখি, কান্নার জল জমিয়ে রাখি
এই ঝরো ঝরো বাদলের সবটুকুই দমকে উগরে মাখি।
আমার বারান্দা বড় ছোট, ভিজিয়ে দেয় সারা দেহ
কিসের জলে চিবুক ভিজে যায়
কান্না নাকি বৃষ্টির জল জানবে না তা কেহ।


রুবু মুন্নাফ
২৭-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।