বুক পকেটে তুলে রাখা অতীত; ভালোবাসার মানুষ
স্বপ্নের ক্যানভাসে আঁকা ছায়াছবি; রঙিন ফানুস।
ঘোরলাগা ভালোবাসায় সন্ধ্যা নামে; ডাকাতিয়ার বুকে
কি জানি হাতড়ে বেড়ায়; মন উচাটন করে কার শোকে!
নিভু নিভু আলোয় পথ খুঁজে বেড়ায় ধানক্ষেত চারপাশে
রাত্রির কাল, মন বেসামাল, একফালি চাঁদ আকাশে
ওরে প্রিয়তমা, মনে যে যাতনা, তিলে তিলে মন পোড়ে
আমার লাগি, তুমিও কী তেমনি কাঁদো কী আড়ে আড়ে।
সেই যে ফাগুন, জ্বেলেছিল আগুন, রক্তজবায় শিমুলে
তোমার লাগি নদী সাঁতরায়ে জীবন ছিল একূলে ওকূলে
সেই ডাকাতিয়া আজো বহমান হারায়েছে যৌবনকাল
তুমি আমি আছি দু'জনায় শুধু ফারাক ইহকাল পরকাল।


ওই যে রক্তের খেলায় মেতেছিল হায়নার দল; সেই একাত্তরে-
সংগ্রামে তুমি পাঠালে আমায়, নিজে গেলে পরপারে!
কি বিষে নীল হয়ে আছি বেঁচে তোমায় রেখে বুক পকেটে
তুমি আজো জানি, বুকে নিয়ে গ্লানি, শুয়ে কবরের তল্লাটে।
আমি তো জানি, ব্যথা কতখানি, আমায় ছাড়া তোমাতে
তাই তো রোজ, নিই তোমার খোঁজ, অশ্রু নামে নিশিতে
হায় পাললিক মন, আমার জন্য কী মাটির বুক ফাটে
ওরে অভাগিনী, আমার সময় বুঝি ঘনায়েছে আকাশের পাটে।


রুবু মুন্নাফ
০২-০৯-২০২৩
বনশ্রী, ঢাকা।