প্রিয় চাঁদ ভাবে রাত ঘুমুতে তবে যাক না
খোলা থাক বাতায়ন সজনী মেলুক পাখনা
জানো নাকি ওগো পাখি বাতাসের ওই গুনগুন
কিসের এতো কানাকানি মুখরিত আজ এই মন।


বোকা চাঁদ জেগে থাক ঘুমুতে যাক রজনী
জানে না সে কিসে এতো অবাক হলো সজনী
কে বেশি আজ সেজেছে যে মাতাল হলো চারিপাশ
চুপচাপ বসে যাক হয়ে থাক চাঁদেরও বিস্ময় একরাশ।


কেন হায় এতো রূপ একই অঙ্গে ধরলো
চাঁদ বুঝি ভেবে না পায় কিসে মন আজ মাতলো
ওগো রাত থাকো সাথে টিমটিমে আলো নিয়ে
সজনীকে ঢেকে রাখো চাঁদে আলো বাড়িয়ে।


ওগো মেয়ে জানো নাকি তুমি কতো সুন্দর
চাঁদ বুঝি মেতে উঠে কাঁপিয়ে দেয় অন্তর
সে তো জানে তার আলো ধার করা সূর্যের
তুমি শুধু তুমি একা তোমার তুমি অবিনশ্বর।


জেগে থাক এই রাত, জেগে থাক ওই চাঁদ
জেগে থাকো তুমিও,
দেখি কে আজ হার মেনে যায় মেনে নিয়ে বিস্ময়
আমি শুধু বলে যাব চাঁদ না তুমি সুন্দর জানিও।


রুবু মুন্নাফ
২৮-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।