উর্বর মস্তিষ্কজাত চিন্তা আজ হিমঘরে
নীতিবাক্য আওরায় অপদার্থ বসন্তের কোকিল,
রাষ্ট্র জ্ঞানহীন চাটুকারের আবাস ভূমি
সাধারণে ঘুমায় নিজেকে ভালো রাখার ছলেবলে।
দেশ নিয়ে ভাবতে হবে এ বোধ আজ মৃত
আমার সুখে থাকার ফর্মূলা নিরানন্দ মগজে গাঁথা;
খাঁটি মানুষ আজ জাদুঘরে ঘুমিয়ে কাটায়
নির্বোধের অট্টহাসি নিজেকে মেলে ধরার শঠতা।
সৎ আর বিবেকবোধ বন্ধী অন্ধকার কুঠুরীতে
দেশটা লুটেপুটে খেতে ব্যস্ত গুটিকয় অজাতের পুতে।
এই কী চেয়েছিল বুকের তাজা রক্ত বিলানো মুক্তিসেনা
ভিক্ষার পাত্র নিয়ে ঘোরে তাঁর উত্তরসূরী
রক্তে কেনা স্বাধীনতায় তার ভাত মেলে না;
অথচ হায়েনা কামড় বসায়, খায় ফসলের প্রতিটি কণা।


রুবু মুন্নাফ
১৬-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।