রক্ত রাগে, রক্ত জাগে, দেখে ঘৌতা শ্মশান
উর্ধ্বাকাশে উড়ায় ফানুস বিশ্ব মহাজন।
আছি আমরা বিশ্ব মানব সুখের কপোত কপোতী
দামেস্কের ধূলির ধরায় লুটায় অবুঝ প্রণতি।
শুনবে নাকি বিশ্ব বিবেক আইন জালুতের হাহাকার
গোলান মরুর শুষ্ক বালি লহুর রঙে একাকার।
মরুর মুক্তা পালমিরা ধ্বংসের এক জনপদ
আস্ সূরিয়্যার লোভীর দল হয়েছে বন্য শ্বাপদ।
বাশার সাহেব মহান লোক- রক্তই তার প্রাণ প্রিয়;
ইরান, তুরান, লেলিনগ্রাদের পায়ে লুটায় সমীহ
বিশ্ব মোড়ল ছড়ি ঘোরায় নগ্ন হাতের পদক্ষেপ
আমি ঘুমাই, তুমি ঘুমাও; রক্তগঙ্গা হয় সিরিয়ায়।


রুবু মুন্নাফ
২৭-০২-২০১৮
গুলশান-২, ঢাকা।