ইচ্ছে করে অধর ছুঁয়ে দেখি,
বিভঙ্গে কী হেঁয়ালি নাকি মুক্তোঝরা হাসি
সুকেশী ঐ চুলে ঝরে জোছনা রাশি রাশি
কাঙালপনা চাহনি আমার, তোমার বিবশ আঁখি।


ঢেউ খেলানো, মন জুড়ানো, পাখির ডানার হাত
দু'দিক ছড়িয়ে উড়াল মারো ডাকো সুপ্রভাত।
আলতা পায়ে রঙিন করো আমার অবুঝ মন
ঘেমটা নাচে ঝড় তুলে দাও জাগাও শিহরণ।


দস্যি মেয়ে, আলতো ছুঁয়ে, বাম বুকে ঝড় তোল
লাল টিপটায় রং ছড়িয়ে হৃদ তোলপাড় করো,
জানো নাকি তোমার মনের পাই না খুঁজে তল
তোমার গালে টোলের ফাঁকে বাঁধতে দিবে ঘর।


ওড়না দিয়ে পেঁচিয়ে রাখা তোমার নিতম্ব
খুন হয়ে যাই এক পলকের একটু বিভঙ্গ,
শোনাবে নাকি তোমার হাতের চুড়ির মৃদঙ্গ
মরতে রাজী একটু শুধু বাড়াও তরঙ্গ।


ছুঁতে দাও না, ছুঁতে দাও না, তোমার দুটি গাল
দু'হাত দিয়ে আলতো ছুঁয়ে দেখবো মহাকাল।
আকাশ দেখুক, বাতাস জানুক, প্রিয় হৃদপিন্ড
দস্যি মেয়ের জন্য করবো বিশ্ব লন্ডভন্ড।


রুবু মুন্নাফ
১৭-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।