বর্ণ, বর্ণ, বর্ণমালা
হায়রে আমার বর্ণমালা,
দুঃখিনী মায়ের বর্ণমালা।


যার জন্য একদা জীবন দিয়েছিল দুঃখিনীর সন্তানেরা
যার জন্য জীবন বাজী রেখেছিল অদম্য তরুণেরা।
শাসন, শোষণ, নির্যাতন করেছিল সিপাহ্শালা
সে আমার দুঃখিনী মায়ের বর্ণমালা।


আজও দুঃখ ঘুচল না অভাগী বর্ণমালার,
বিকৃত, নিগৃহীত আমার দুঃখিনী মায়ের বর্ণমালা;
নিষ্পেষিত, নির্যাতিত; ছিল শাসকের খড়গঢালা
কিন্তু এ যে মায়ের ঘরে মায়ের অবহেলা,
হায়রে দুঃখিনী মায়ের বর্ণমালা।


বিশ্ব যাকে কবুল করল, দিল সন্মানের ডালা
নিজ গৃহে নিগৃহীত সে যে,  আমার
অহংকারের বর্ণমালা।


রুবু মুন্নাফ
১৮-০২-২০১০
আগামাসিহ্ লেন, ঢাকা।