কি এক আশ্চর্য হাসি হাসি মুখ
আমার দুঃখে কাতর না হয়ে ও বিলায় শুধুই সুখ,
গোলাপের ও কী রক্তিম আভা ফুটে ওঠে না
যখন মেঘমালা অনবরত ঝরে ঝরে বিদীর্ণ করে বুক।


সেই সেদিনও ভরা বরষা নদীর দুকূল ছাপিয়ে আসে
তার ঘরের চালে, উঠোনে কেঁদেকেটে একাকার হয়ে মিশে,
তবুও কী সে বুঝতে পেরেছে কতটা ব্যাকুল তিয়াসা মনে
হাসি-হাসি মুখখানিতে কতটা যন্ত্রণা কতটা পথচলা আনমনে।


গোলাপের জীবনেও দারুণ খরা আসে
চাতকের হাহাকারে কতটা মেঘমালারে কাছে ডাকে,
কিংবা এক অদ্ভুত শিহরণ ছুঁয়ে যায় দেহ মনে
এই বুঝি ভরা বরষা তরঙ্গ সঞ্চার করে প্রিয়রে কাছে টানে।


রুবু মুন্নাফ
২১-০৬-২০২১
বনশ্রী, ঢাকা।