আজ অস্তমিত সূর্যের সামনে দাঁড়িয়ে
এক চির পরিব্রাজকের মনে প্রশ্ন উঁকি দেয়
কতটুকু জীবনের নশ্বরতায় ঢেকে আছে,
একটি মুহূর্তকাল বাঁচা যে জীবনের স্বার্থকতা
এক জীবন তো অনেক দীর্ঘ জীবনের স্বাদ নিতে
বরং লালাভ সূর্যের সুধাটুকু অন্তরে গেঁথে গেছে।
কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরিব্রাজক বুঝতে শেখে
জীবনের সুখ কোথায় নিহিত,
কোথায় তার মনের খোরাক, মিটাতে তার সুখের অসুখ
সাধু মার্টিনের দ্বীপে নাকি কাঞ্চনঝঙ্ঘার কোলে
হয়তো কক্সবাজারের বালিতে গা ভাসিয়ে
কিংবা এই যে মেঘনায় ডুবতে থাকা নতজানু সূর্যের সামনে।
তবুও তো তার ছুটে চলা কী কখনো থামে
এক চির একাকী পরিব্রাজক শুধুই ছুটে চলে,
বুঝতে চায় কোথায় সুখ সুধা নীরবে বয়ে চলে।
আশ্চর্য হয়ে ভাবতে পারে জীবনের কি মানে
লুটিয়ে পড়া সূর্য তাকে কতটা মুগ্ধতা নিয়ে টানে।


রুবু মুন্নাফ
২৯-১১-২০১৮
এম.ভি. তুতুল, মেঘনা নদী।