কেমন মিইয়ে আসে প্রতিটি ক্ষণ
এ যেন অদৃশ্য হারপুনে গাঁথা জীবন,
নোঙর করার কোন ফুরসত নেই
কেবলই অন্তহীন ছুটে চলা পিঠে নিয়ে ব্যথার সমন।
কুঁইকুঁই করে কুকুরের হঠাৎ থমকে যাওয়া আর্তনাদ নয়
এতো বয়ে চলা জীবন থেকে গভীরতর জলরাশি পানে,
সমুদ্রই বা কতটুকু জানে তার তরঙ্গ কোথায়
জীবনের সমস্ত ব্যথা বেদনা যেন গাঁথা ওই হারপুনে।


নোঙর ফেলার এবার সময় বুঝি হলো
পিঠ থেকে খুলে ফেলুক যন্ত্রণার অদৃশ্য হারপুনের শলা,
মুক্ত তিমি জানে সমুদ্র তার কতটা অবাধ ভেসে চলা।
মানুষের ভিড়ে নিজের মাঝে যে হারপুনে গাঁথা ব্যথা,
তা কতটা নিজে বইতে পারে কতটা পিঠ ছেদ করে
সেই বুঝতে পারে যার অথৈ সাগরে ন্যায় দুঃখ গাঁথা।


রুবু মুন্নাফ
০৯-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।