ডানায় করেছি ভর;
নীল আসমান হবে আমার ঘর
কত শূন্যতলে উড়ে উড়ে অতলে চলি
হাওয়ায় ভাসাই, হাওয়ায় উড়াই,
অনিশ্চিতে করি বসত মৃত্যুর গলাগলি।
মেঘের বাড়ি দিবে আড়ি তাকে যদি না ছুঁই
ইকারুসের ডানায় বুঝি ভর করবি তুই
মৃত্যু ডানা করলো মানা উড়িস বড় তুই।
মাটি ছুঁয়ে উড়ে যা না আকাশ কী তোর বসত
ভাঙ্গল আগল ইকারুস ঐ মৃত্যু শিহরণ
উড়াল দিল আকাশপানে মুগ্ধ বিস্ফোরণ।
হাতের মুঠোয় পরোয়ানায় অবাক অবতরণ
হিমালয়ের বুক রঞ্জিত লাল, লেলিহান অনল হঠকারিতার না বোধে বুঝি এমন আত্মহনন
ইকারুসও বুঝি মুছকি হাসে মোমেই গন্ডগোল।


রুবু মুন্নাফ
১৪-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।