আমার একলা নিরুদ্দেশে একলা চলা
তারই মাঝে চলতি পথে একলা কথা বলা
নিজের মাঝে বসত করে আজব এক শহর-মায়ার নগর
সে ঘুরিয়ে নিয়ে আসে দাগেস্তান আর হারিকিরির ঘর
কিংবা থমকে গিয়ে চমকে যায় চেয়ে আল্পসের 'পর
এক আজব মায়া নগর!


ভড়কে গিয়ে চমকে উঠে প্রিয়ে, বন্ধুর পথে হাঁটা দুস্কর
ক্লান্তিতে দেহ টলোমলো, নিজেকে তবুও খোঁজে নিরন্তর
শূন্যতার অতল গহীন কোণে, কোথায় আপন ঘরখানি
পূর্নতা কী অচিন দেশে মেলে, না মুছে দিয়ে আত্মগ্লানি।


নিরুদ্দেশ কী একলা হওয়া যায়,
মনের মাঝে অন্য কারো বসত যদি রয়
তার চেয়ে কী এই ভালো নয়,
অন্য কারো হাতটি চেপে সুখে-দুখে সাথে চলা যায়।


রুবু মুন্নাফ
০৯-০২-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।