একটা ডাব হবে ?
তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে
সাগর দুহিতা এতটা নির্মম হবে তা কে জানতো!
কাঠফাটা রোদ্দুর মাথার উপরে ছড়ি ঘোরায়
উগরে দেয় আগুন থালার সবটুকু অগ্নি বৃষ্টি
আমাদের যৌথ চুক্তি তবে হোক ;
একটু আসুক প্রশান্তির অনাবিল বৃষ্টি।
তপ্ত রাজপথ নিয়ে কি করবো- পুরনো সে প্রবাদ বলে
'সূর্যের চেয়ে বালি গরম' তা প্রমাণে এতটা সচেষ্ট!
ডাব হবে কী একটা?
কিছুটা ক্যালসিয়াম কিছু পটাসিয়াম পূরণ করতে হবে
জলের দৈত্য যেখানে ভেসে আছে- মুখ হা করে
আমরা তার মধ্যে ঢুকতে চাই, অনেক শক্তি দরকার
তপ্ত লোহার মাঝে ও জীবন থেমে থাকে নি।
ডাব আছে ভাই?
সাগরের পানে একটু ছুটে যেতে চাই
লোনা পানি তো দেহ সইতে পারবে না,
কাদা,বালিও আছে পেটের পীড়া বাড়ানোর আয়োজন।
যাক একটু প্রশান্তি হলেই বাঁচি,
সাগর দুহিতা তুমি বরং একটু নিশ্বাস ফেলতে দাও।
ডাব আমার একটা চাই।


রুবু মুন্নাফ
২৪-০৪-২০১৮
ভাটিয়ারী, চট্টগ্রাম।