একটা নিশ্চিত বুক আমার চাই
যেখানে আমি মাথা রাখতে পারি
মাঝে মাঝে মুখ তুলে জানতে চাইতে পারি
সে কী ভালো আছে; তারও কী আমার মত মনে হয়
আমার বুকে সে ও কী খোঁজে আশ্রয়?


সারাটা দিন ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়
মনের অজান্তেই হাত বাড়িয়ে তাকে পেতে চায়
শীত নিশিতে লেপতোশকে গায়ের ওম বাড়ায়
তার অধরে অধর ছুঁয়ে ভরিয়ে দেয় ভালোবাসায়।


সে কী জানে তার বসতি হৃদপিন্ডের মাঝে
বুক ছাড়িয়ে, মন হারিয়ে, অচিন এক দেশে,
তার পরশের আবেশটা যে থাকে সকাল সাঁঝে
তারিয়ে তারিয়ে সুখটুকু যে ভোগ করতে ভালোবাসে।


তার বুকেতে মাথা রেখে খুঁজি অসীম সুখ
এতটুকুন মলিন মুখে বাড়ায় অপার দুখ
এক টুকরো মুচকি হাসি, এক আসমান পাওয়া
সে ও যেন ভাবে এমন এটাই আমার চাওয়া।


রুবু মুন্নাফ
০৬-১২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।