এক শতাব্দী পর, জেগেছে নতুন এক জাতিস্মর
আমাদের ভাঙ্গা গড়া কতই চলে, আসে নতুন প্রহর
কতটা আয়ু আর এক জীবনে ধরে রাখে- নশ্বর
তবু জীবনেরে কতটা মেনে চলে হায় অন্ধ জাতিস্মর।


ব্যবিলনের সেই শূন্য বাগান কিংবদন্তীর কথা কয়
হেলেনের বুকে প্যারিস কী আজো মাথা ঠেকিয়ে রয়
মহাপ্রাচীরে মজেছে বিশ্ব হালাকুর কতটা হলো ক্ষয়
মজেসের উম্মত মেতেছে উল্লাসে গাজা তাদের অব্যয়।


উড়ায়েছি নিশান মহাশূন্যে মানুষের হলো কতটা জয়
মানবতা কী উঁচিয়ে ধরেছি সে তো কেবলি অবক্ষয়
একশো বছরে এগিয়েছে বিশ্ব মানুষ পেরেছে কতটা
ইয়াজুজ মাজুজের দৌরাত্ব্য হায় বেড়েছেই ততটা।


হিরোশীমা আর নাগাসাকির ক্ষত মুচেছে কতটুকু
র‌্যাডক্লিফ সাহেবের কলমের খোঁচায় বাংলা ভগ্নাংকুর
জানোয়ারের থাবা গুড়িয়েও বাঙালি মানবতা ধরেনি,
বাঙলার বুকে কাটে আঁচড় নিজের ঘরের শকুনি।


এর চেয়ে কী এই ছিল না ভালো ভুলে যাই জাতিস্মর
এত হানাহানি ভালো লাগে না এই তো জীবন নশ্বর।
এক শতাব্দী কী খুব বেশি দূর ফিরে গেলে কেমন হয়
এই পথঘাট মেঠো পথ ফিরে আসুক পুরনো সুর লয়।


রুবু মুন্নাফ
০৯-০৮-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা