মেকি মুখের ভীড়ে একটু ভরসা খুঁজি
মাথাটা যেন এলিয়ে দেয়া যায়,
কদর্য হাসির ফোয়ারা ছোটে; বড্ড আলগা বাঁধন
কাছের মানুষজন দূরে সরে যায়।
ল্যাম্প পোষ্টের আবছা আলোয় শরীর লুকায়
হাত উঁচু করে নিশানা বুঝতে চায়।
উৎকট গন্ধে দম বন্ধ করা অনুভূতি;
একি দেহ নাকি আতরের মেকি সুবাস
সবটাই কেমন দোকানে কিনতে পাওয়া সস্তা প্রসাধনী
আমার তো ঘাটান মেয়ের গায়ের গন্ধটুকু দরকার-
কতটা প্রকৃতিকে ধারন করতে পারলে বোঝা যাবে
ভালবাসাটা কেবল আলো আঁধারির খেলা নয়।
কিছুটা বরং তামাটে মাটির গন্ধ মিশুক না; ক্ষতি কি
সবটাই যদি সোনা দিয়ে ঢেকে দেয়া হয় তবে শরীরটা আর নিজের নয় অন্য কারো মনে হয়।
তুমি বরং ঘাটান মেয়ে হও আমার আপত্তি নেই
আমি বুঝতে চাই আসল আর নকলের ফারাক কতটা।


রুবু মুন্নাফ
১৪-১২-২০১৭
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।