সমুদ্রে পাল তুলে এক নাবিক ডেকে যাচ্ছে
এসো, এসো তবে প্রিয়ে, দূর অজানায়;
হাতটা বাড়িয়ে দাও, ঐ যে দেখো ডাকছে মোহনা
-কেমন বিহবল চোখে তার প্রিয়া তাকায়
জানতে চায়, কোথায় থামবে জাহাজ, কোন ঠিকানায়।
সুয়েজ, এডেন নাকি আলেকজান্দ্রিয়ায়
গ্লাসগো, নেপলস কিংবা মার্শেই কী যাওয়া যায়।
প্রিয়ে তাকে বোঝাতে পারে না,
পাল তোলা জাহাজ কারো কথা শোনে না।
বেনগাজী, বসরা বা কুইবেকে কি আসে যায়
তরঙ্গ কী জানে তার সমুদ্র কোথায়।
প্রিয়ার চোখ তখনো ছলছল করে, বুক ভাঙ্গে ঢেউয়ে
প্রিয়ে কী বুঝতে পারে কি ঝড় বয়ে যায় প্রিয়ার হৃদয়ে।
বুক ভাঙ্গা আর্তনাদে সাইরেন বেজে উঠে জাহাজের
প্রিয়ে তখনো হাত বাড়িয়ে অপেক্ষায় প্রিয়তমার।
না, না, করে আর্তনাদে কেঁপে কেঁদে উঠে প্রিয়ার বুক
ঝনঝন শব্দে ভেঙ্গে যায় তার যত আশা, স্বপ্ন, সুখ।
ঐ দূর অজানায় জাহাজ ভেসে চলে
হয়তো সে যাবে কুইবেক, ক্যান্টন কিংবা ডারউইন,
প্রিয়ে আজও হাত বাড়িয়ে তার প্রিয়ার প্রতীক্ষায়
হয়তো মন ফিরবে, আসবে তার কাছে কোন একদিন।


রুবু মুন্নাফ
২৬-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।