বাড়িয়ে দিবে কী তোমার ভালোবাসার হাত,
কতটা কাঙাল হলে হৃদয়
কেঁদেও থাকতে চায় তোমার আনুকূল্যের প্রতিটি রাত,
কী সহাস্যমুখ পরিহাস-
পাঁজরভাঙ্গা চিৎকারে ভেঙ্গে খাঁন খাঁন হয় রাঙা প্রভাত।
এ কেমন ভোর, নতুনের আবাহনে ভেঙ্গে হয় চুর
কাঙালপনা কী শুধুই হৃদয়ের ঠুনকো আর্তনাদ-
চলে যাও, বলে যাও, থমকে যাক ভালোবাসার নিনাদ।
হাতটা বাড়ালে কী তাতে ক্ষতি,
দেখোনি তুমি চোখে ভেসে থাকা ভালোবাসার আকুতি।
তবুও বলতে হয় হৃদয়ের আকুতি মিথ্যে নয়
ভালোবাসাহীন মানুষ বাঁচে শরীরে, বাঁচে না তার হৃদয়।
জেগে থাক বাঁকা চাঁদ, জেগে থাকি আমিও
ও রাত বলে যাও ঘুম বুড়ি ঘুম ঘুমে চুমিও।
না রাত, না চাঁদ, কী মানে হয় ভালোবাসাহীন
বাড়াও হাত, তুলে নাও, হৃদ মাজারে চিরদিন।


রুবু মুন্নাফ
০৪-০৪-২০১৮
গুলশান-২, ঢাকা।