পাশাপাশি হাঁটতে গেলে হাতটি ধরতে হয়
পাশাপাশি থেকেও তবু ক'জন আপন হয়।
মাখামাখি করলে বুঝি হৃদ বসতি হয়
মাখামাখি করেও কেন শূন্য হৃদয়।
হাতের মাঝে হাতটি রাখা সহজ কথা নয়
দূরে থেকেও কারো কারো হৃদয় কথা কয়।


চোখের ভেতর অবাক নদী
বয়ে চলে নিরবধি;
আপনজনা কাছে থেকেও আপন সে কী হয়
দূরে গেলে বুকের মাঝে বাঁধে বিস্ময়।


রুবু মুন্নাফ
১২-০২-২০১৮
গুলশান-২, ঢাকা।