হাঁটি হাঁটি পা পা করে অনেকগুলো বছর পেরিয়ে এসে
আজ মনে হয় ফেলে আসা সময়টা কত মধুময় ছিল।
বড় যান্ত্রিকতায় আজ আমাদের বসবাস
আত্মীয়তার বাঁধনগুলো ঢিলেঢালা লাগে
দূরে সরে যেতে পারলে মনে হয় বেঁচে যাই
জীবন থেকে পালিয়ে বেড়াতে পারলেও মন্দ হতো না।


কি এক সোনালী দিন ছিল;
ভাবনারা আকাশে ফানুস হয়ে উড়ে বেড়াত,
দিগন্তের সীমারেখা ছিল হাতের নাগালে
প্রতিটি ক্ষণই ছিল আপন রাজ্যে বসত।
এ এক ভাবনাহীন আপন ভূবন। কোন বাঁধন ছিল না।
ডালিম কুমার রাজার দুলাল, সাত ভাই চম্পা জাগে,
মালকা বানুর বিয়া রে মনু মিয়ার লগে রে
আজব ফ্যান্টাসি আজও কানে বাজে।


ফেলে আসা দিন, বড়ই রঙিন,
স্মৃতিতে সাজানো থরে বিথরে,
বাঁশির সুরের সেই পাগলা টানে ঘরকে বাহির করে।
আজও দিন থেমে নেই, কংক্রিটে আষ্টেপিষ্টে আছে
প্রতিটি ক্ষণের পেছনে দৌঁড়ে ফুসফুস হাঁপাচ্ছে।
হায়! কতো ভালো হতো, যদি সময় থমকে যেত।


রুবু মুন্নাফ
০২-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।