গল্পটি কেন আমার; আমাদের হলো না কিসের ভুলে
বুড়িগঙ্গার কালো জলে যে রাঙা আবীরের আস্তরণ,
সে কী শুধুই কিছু মানুষের হায়েনা থাবার বিষাক্ত ছোবল
নাকি একটা জাতির মেধাশূন্যতার নীল নকশা চূড়ান্তকরণ।
জলপাই রঙা কঠিন বর্মের আড়ালে
একজন পিতাকে কখনো কী দেখেছ?
দেখেছ কী বাবা-মায়ের আদরের মানিক রতন।
কিংবা বোনের সোনা ভাইটিকে
অথবা প্রিয়তমার প্রাণের পাখিটিকে।
লৌহ মানবের আস্তরণ খসে পড়ে কাঁধে তোলা পাষাণে
পরমাত্মীয়ের স্থবির দেহটাকে টেনে টেনে নেয়,
শিশুর মন নিয়ে কেঁদে ওঠে প্রিয় হারানোর শোকে
হায়! এ গুরুভার কেমনে লাগব হয়?
পলে পলে কেঁপে উঠে থমকে থাকা কান্নার রোল
মাটির গভীরে বিছানায় শোয়ায় পরম মমতায় আদরে,
বুক ফেটে যায়, বেদনা বাড়ায়,মাটির বিছানায় শোয়াতে
জলের ধারা, মানে না বাধা, বুক ছিঁড়ে আসে বাহিরে।


রুবু মুন্নাফ
২৫-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।