তোমার অমন প্রাণ জুড়ানো হাসি
ইচ্ছে করে রুমাল করে রাখি
যখন তখন শুঁকে নিবো, গায়ে রাখবো মাখি
প্রাণসজনী বুঝলো নাকো কত ভালোবাসি।
ঢেউ খেলানো চুলে তোমার জারুল বনের বাঁশি
আলতো ছোঁয়ায় ভাসিয়ে দিয়ে জোছনা রাশি রাশি।
বেণীর ফাঁকে গুজে দেয়া প্রথম কদম ফুল
ভালোবাসার ডাক দিয়েছে বসন্ত বকুল।
মিষ্টি মেয়ে জানো নাকি কাজল চোখের মায়া
ঢেউ উঠেছে হৃদ মাজারে মাড়িয়ে নিজের কায়া।
নখের উপর টিপে টিপে হেঁটে যখন যাও
জমিনটারে ছুঁয়ে দিয়ে প্রাণে বৈঠা বাও।
কতজনই ঘুরেফিরে আপন মনের ঠিকানায়
তুমি শুধু একজনা,বসত করে আমার মনের আঙিনায়।


রুবু মুন্নাফ
০৭-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।