আমার ইচ্ছেগুলো মরা নদী
বইতে চায় না নিরবধি;
ক্ষণেক ক্ষণেক থমকে দাঁড়ায় অনিশ্চিত এক বাঁকে
-তোমার স্বতঃস্ফূর্ত ঢেউয়ের তোড়ে ভাঙ্গে শাঁখে শাঁখে।


আমার সুখ বেসাতি হাওয়ায় মিলায় শূন্য নীলিমায়
তোমার থমকে থাকা মন খারাপের গহীন আঙিনায়।
আমি তোমার মাঝে খুঁজে বেড়াই আপন ঠিকানা
তুমি দুখের ঝাঁপি লুকিয়ে রাখ - অসীম অজানায়।


তুমি জোছনায় ভিজে স্নান করে নাও দারুন পূর্ণিমায়
আমি নিশুতি রাতে হাতড়ে বেড়াই আপন ঠিকানা।
আমি তোমার মনের গহীন বনে হারাই অজানায়
তুমি হাওয়ায় চড়ে ঘুরে বেড়াও আপন সীমানায়।


তুমি আমার মাঝে আধেক সুখের পূর্ণ আলিঙ্গন
আমি তোমার মাঝে আধেক দুখেও খুঁজি শিহরণ।


রুবু মুন্নাফ
১৭-০৪-২০১৭
গুলশান-২, ঢাকা।