কেন ফুল, করে ভুল, ফোটে ওই বাগানে
কি মানে, কে জানে, কতটা রাখে সে গোপনে।
এই মন, উচাটন, ফুলের কি আর দোষ ভ্রমরের গুনগুন
নয় বোল, কোলাহল, বাগানে আছে শান্তির বাতায়ন।
ছলছল, আঁখিজল, কি শোকে কাঁপে এই অন্তর থরথর
দেখ চাঁদ, বাঁকা চাঁদ, মিটিমিটি হাসে তারাদের প্রান্তর।
এই রাত, দূর প্রাত, সজনী জানে কোথা তার প্রিয়জন
আজ থাক, তোলা থাক,চাঁদে কি হবে ওগো প্রিয় সুজন।
চুপচাপ চারপাশ, মুগ্ধতা একরাশ, বাঁশরী বাজে মোহময়
যাও ঘুম, দিই চুম, রজনী হোক ভালোলাগা বিস্ময়।
নিশিদিন, অমলিন, ভালোবাসা সীমাহীন প্রান্তর
ছুঁয়ে যাক, ভরে থাক, সুখ স্মৃতি জমা রাখা অন্তর।


রুবু মুন্নাফ
২৬-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।