যেতে দাও না, আকাশপানে
সুনীল যেথায় ঘোমটা তোলে।
যেতে দাও না, দূর পাহাড়ে
শ্যামলীমা যেথায় পেখম মেলে।
যেতে দাও না, অথৈ সাগর
তলের যেথায় নেই কোন শেষ।
যেতে দাও না, কোহকাফ শহর
পরী রাণী যেথায় শূণ্য নিমেষ।
যেতে দাও না, জোছনার কাছে
মুগ্ধতা যেথায় ছড়িয়ে আছে।
যেতে দাও না, অমানিশার কাছে
অনিশ্চয়তা যেথায় মিলেমিশে আছে।
যেতে দাও না, বরষা দুপুর
মাদল যেথায় রুনুঝুনু বাজে।
যেতে দাও না, রাজ্যেশ্বরী
ময়ূর যেথায় পেখম মেলে নুপূরের সাজে।
যেতে দাও না, দূর অজানায়
রাখাল যেথায় বাজায় বাঁশি মিহি সুরে।
যেতে দাও না, সবুজ প্রান্তর
আবেশ যেথায় ছড়ায় সুখ মুঠোয় পুরে।


যেতে দেবে না - আমিও তো যাব না।
একলা কি আর পথ চলা যায়,
তোমাকে ছাড়া তো আমি কোথাও যাব না।
দুজনার পথ চলা আজ মিশে যাক একই নীলিমায়।


রুবু মুন্নাফ
২৫-০৬-২০১৭
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।