জীবন যেন এক ঝলক মৃদু হাওয়া
কখনো তা ছুটে চলে যায় দীপান্তর
কখনো চলে লু-হাওয়া;
পাললিক পর্বতশ্রেণীতে আটকে থাকা জীবনের জয়গান
একি হায় নিয়তির আসা যাওয়া।


জীবন বুঝি রে চলছে এখন ঝড়ো হাওয়ার তালে
বইছে নদী নিরবধি রঙিন হাওয়ার পালে
ঝড়ো বাতাস, রুদ্র আকাশ, আদিগন্ত নোনাজল
জীবন নামের অথৈ নদীর আছে কী কোন তল।


এই পথঘাট, চেনা জনপদ, এই তো জীবনের অংশ
সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে এটাই জীবনের সারাংশ
তবুও কী জীবন থমকে গিয়ে চমকে উঠার শিস দেওয়া
জীবন যেন এক ঝলক মৃদু হাওয়া।


রুবু মুন্নাফ
২৮-০৩-২০২৩
গুলশান-১, ঢাকা।