কেন এত অভিমান- কেন অসময়ে চলে যাওয়া
কেন অতলে হারাল সকল চাওয়া পাওয়া;
কেন নিরবে বুকের গভীরে সঞ্চিত ব্যথামালা
কেন বঞ্চিত সুখের পাথারে ভেসে চলা।


কেন ধিকিধিকি অনল ছড়াল সারাদেহে
কেন সুখের বাতায়ন না জুড়াল ক্ষীণগৃহে;
কেন আনমনা মন- না বাঁধে বাঁধন
কেন চঞ্চলা হরিণী স্থিমিত- মানিল শাসন বারন।


কেন অবোধ্য প্রণয় আবদ্ধ শৃঙ্খলে
কেন মিথ্যে মরিচীকা-
কেন জড়ালে মিথ্যে মায়াজালে;
কেন আপন না জানিয়াও কাছে নিলে।


কেন এত শূন্যতা, এত হাহাকার চারিধারে
কেন ভুলিতে চাহিয়াও স্মরো তারে বারেবারে;
কেন আকুল তিয়াস, না মিটায় পিয়াস
কেন বারিতে বসিয়া জলের হা হুতাশ।


কেন ভাব একা- অকারন
কেন খোঁজ না সুখ- ভুলে গিয়ে দুখের দহন;
কেন এত ছোট জীবনখানিরে বিষাদে ভরাও
কেন ভালবাসাবাসি দিয়ে জীবনে আলো না ছড়াও।


রুবু মুন্নাফ
১৬-১০-২০১৬
গুলশান-২, ঢাকা।