কি মনে হয়, পথ চলা কী সহজ হবে নাকি
চলো বরং আমরা দুজন দুঃখ পুষে রাখি
কান্না না, করুণা না, নতুন গল্প লিখি
অল্প স্বল্প ভুলচুকেও পরানে বাঁধব রাখি।
যৌথ একটি প্রকল্প নিই, দুজন মিলে থাকি
রাগ না, অভিমান না, ভালোবাসায় মাখামাখি।
আধো চাহনি, ভীরু স্পর্শ, বাম বুকে ঝড় উঠুক
মধুর রাগে, অনুরাগে, কম্পিত হৃদ ভরুক।
রাত্রি বাড়ুক, অতন্দ্রিলায় চাঁদ পাহারা দিক
ভালোলাগায় ভরে উঠা প্রাত যেন না হোক।
মিষ্টি মেয়ে, দেখ চেয়ে, চাঁদ হয়েছে অবাক
ঘুমাও তুমি, দেখি আমি, চাঁদের তোমার ফারাক।


রুবু মুন্নাফ
২৬-০৮-২০১৮
দক্ষিণ রায়পুর, লক্ষ্মীপুর।