আমি কেবলই এক অপ্রতিরোধ্য অপেক্ষায় আছি
ধীরে ধীরে অন্তহীন অপেক্ষায় তলিয়ে যাচ্ছি।
কালের অতলে হারানোর মানে হয় না
দুমড়ে মুচড়ে আকার আয়তন কী কমে যায় না!
অনন্তহীনতার স্বপ্ন তাড়িয়ে বেড়ানোর দুঃসাহসে বিলীন
আগাগোড়া শুধুই পালিয়ে বেড়ানোর মগ্নতা হয় ম্লান।


স্মৃতি ভাস্বরতায় বরং মরচে ধরুক
কালের হিসেব মিলাক অনন্ত নক্ষত্র বিথীর মাঝে,
আমার অপেক্ষার কাল কৃষ্ণগহবরের বলয়ে পুরাক
আমার লালিত স্বপ্নে এল ডোরাডোর সুর বাজে।
এক অদেখা প্রাচীন মায়ানগরীর বসত আমার ভেতরে
সাত সাগর আর তের নদী পেরিয়ে যেথায় যেতে হয়,
ময়ূরপঙ্খি নাও সাজায় সময়ের স্রোতের রন্ধ্রে রন্ধ্রে
কালের প্রহর মিলেমিশ হয় প্রতীক্ষার প্রহর পুরায়।


রুবু মুন্নাফ
১৪-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।