কিছু জল কিনতে চাই, হবে তোমার কাছে ?
সাধারণ কান্নার জল না। বেদনায় নীল হয়ে গিয়ে
বুকের গহীন থেকে থমকে থমকে যে জল বের হয়
তার কিছু কী তোমার কাছে অবশিষ্ট আছে।
একটু পেলে আমার জন্য ভালো হত
খুবই দরকার ছিল। বেদনার রং নাকি নীল, জলের কী?
নাকি বেদনা দ্রবীভূত করে নীলকে সাদা করে দিয়েছে
ওহো, জলের তো নিজের রং নেই কান্নার আছে কী !


বহু সাধনা করেও জলের দেখা আজও পেলাম না
সায়মুমের মাঝে জলের মরীচিকা ছাড়া কিইবা পাবো
তরতর করে ছুটে চলা বেদুঈন রাজকুমারের পিয়াস
আজও মিটে নি তার পিয়াসীর আকুল কামনায়।
তুতেনখামেনের দেশ থেকে দেশান্তরে ছুটে চলে
কি এক অপরিসীম জলের দেখার আশায়।
এই যে জলের মরীচিকা, কী এর মানে!
চোখের জলের এত আকাল কেন ?
কে তাহা কতটুকু হিসেব জানে।
তোমার বুকে যে বেদনা, তা কী সারা পৃথিবী ছুটে চলে
তাই বুঝি জলের এত হাহাকার, নীলনদেও টান ধরে
ফারাওদের দেশে বুঝি কান্নার জল বিকিকিনি করে।
আমার তো খুবই জানতে ইচ্ছে করে
আমি যে জল লুকাই তা কী তোমার চোখে ধারন করে!


রুবু মুন্নাফ
২৯-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।