চোখ থেকে কিছু অশ্রু ঝরা ভালো
বুকটা কিছু হালকা হয়।
অবদমিত কান্না বরং বুকে কষ্ট বাড়ায়
তোলপাড় হয় প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি শিরায়।
কি জানি হারিয়েছি, বুকের ভেতর হাহাকার করে
শূন্যতা ঘিরে থাকা বুকটা দুমড়ে মুচড়ে যেতে চায়।
স্বপ্ন ভঙ্গের বেদনায় মনটা হু হু করে কেঁদে ওঠে
বারে বারে কেন আমাকেই সে বেদনায় পুড়তে হয়।
আজ বরং চিৎকার করে কাঁদি, গলাগলি করে কাঁদি
কান্নায় বুকের বেদনা কিছুটা তো হালকা হয়।
মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, আমার তো ছোট না
তবে কেন সে স্বপ্নের সমাধি হয় বুক ভাঙ্গা বেদনায়।
বাঁধ না মানুক আজ অশ্রুর বারিধারায়
বুক থেকে কিছুটা তো চাপ হালকা হয়।


রুবু মুন্নাফ
১৮-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।