কতটা কাল তবে আমার জন্য অপেক্ষা করবে-
ততটা কালই অপেক্ষায় থাকব
যতক্ষণ আমার বুকে যন্ত্রণায় রক্তক্ষরণ না হয়।
কি আছে এই নশ্বরতায়
কি তবে এই জীবনের মানে-
জীবন আকাশগঙ্গায় ভেসে চলা ছায়াপথের নক্ষত্র।
কি নিয়ে পথ চলা, কিসের আশায় বসত-
আশা জীবনের বিপুলায়তনে।
কতটা পথ পাশাপাশি হাঁটা যাবে,
কতটা নিবো যৌথ শ্বাস; যদি না শূন্যগর্ভে হারাই-
অজানায় হারানোর আগে নিবো তবে জীবনের স্বাদ।
কতক্ষণ আমরা নামের সর্বনামটুকু বলতে পারবো-
ততক্ষণ যতক্ষণ আমাদের পাশাপাশি হাঁটা বন্ধ করবো।
তবে তাই হোক না
জীবন তার মেলুক পাখনা।
সব চেয়ে যাক, তবু আশা বেঁচে থাক।


রুবু মুন্নাফ
৩১-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।