আমার বাড়ি নেই, ঘর গৃহস্থালি শিকেয় উঠেছে
অচেনা অজানা পথে-ঘাটে সংসার পেতেছি,
একখন্ড গেরুয়া চাদরে আত্মীয়তার বাঁধন জড়ানো
এই বাংলার বুকে একতারা হাতে হেঁটে চলেছি।
কি নিদারুণ বৈরাগ্য ভর করেছে আমার ভেতরে
দেহের প্রতিটি শিরা উপশিরা ভরা শূন্যতার গহবরে।
দৈন্য আর প্রবর্তে ভরা ভাবগান আর ধুয়ার সুরের ধারা,
ভজন সাধন চলে খমক, ঢোলক, সারিন্দা, দোতারা
কাহারবা, ঝুমুর তালে সাথে ঝাঁপতাল আর দাদরা।
শরীয়তী, মারফতি তালে নবুয়ত আর বেলায়া
আউল চাঁদ আর মাধব বিবির পথে ছেউড়িয়ার আখড়া
সাঁইজি জানে রাগের মানে কোথায় আরশিনগর,
আমি ভ্রমি দেশে দেশে খুঁজেফিরি সাধন সুর।
আত্মভোলা খোঁজে কারে গুরু যে তার আপন গৃহে
বাউল জানে কোথায় বসত ভূখন্ড যে তাঁর দেহে।
সুর বাঁধুক সাধন সুরে মন্ত্র তার একতারা
যত দুঃখ গাঁথা মনে মনের মানুষকে না পাওয়া,
খাঁচায় বন্ধী অচিন পাখি মিলনে খোঁজে দোতারা
আরো বাড়ুক ব্যাকুলতা দুঃখ ও বাড়ুক এই চাওয়া।


রুবু মুন্নাফ
১২-০৬-২০১৮
গুলশান-২, ঢাকা।