শোনা যায় দেখ কার বুক ছেঁড়া আর্তনাদ
তিল তিল করে জমানো ফসলের লুটপাট,
গৃহস্থের গোলা তবে কী লুটেরার কব্জায়
হাড় হাভাতের দল মরুক শোষক করুক ফসল লোপাট।
এই কী স্বদেশ আমার!
জ্ঞানের দুয়ার রুদ্ধ অনুলিপির লেলিহান থাবায়,
পাপিষ্ঠ জ্ঞান পাপী স্বার্থের সন্ধানে অবিরত
বিবেকের বিকিকিনির পসরা সাজায়।
ভালো দামে আজ বিকোয় অপদার্থ শুয়োরের চর্বি
মূর্খ দেখি আদেশ পুকায় অপরের ক্রাচে ভর দিয়ে,
টিমটিমে সলতেয় জ্বলে সত্যের আশ্চর্য প্রদীপ
লুটে খা, চেটে খা, দেশটা গিলে খা, সাঙ্গপাঙ্গ নিয়ে।


হায়না ছুটে আসে মানচিত্রে আঁচড় বসাতে
লুটেরা আমরা, দেই তুলে দেশটা,খিদে মিটে না অল্পতে।
আমরা উজবুক ডেকে আনি পরদেশী লুটেরার দল
পরের যাত্রা ভঙ্গে নিজের নাক কেটে করি মিথ্যা সফল।
রুখে দাঁড়া পাঁজর ভাঙ্গা চিৎকারে, শেষ চুম্বন এঁকে দে
মাতৃভুমির শেষ সীমানাটুকু যেন থাকে হেফাজতে,
লুটেরার প্রতিটি পদক্ষেপও যেন কাঁটা বিছানো থাকে
মায়ের সংসার যেন থাকে স্বচ্ছল দুধ-ভাতে।


রুবু মুন্নাফ
৩১-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।